সচেতন হউন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই নির্ভূলভাবে জন্ম নিবন্ধন করুন। জন্ম ও মৃত্যু নিবন্ধন এর নিয়মঃ-
বয়স ০২ বছর এর উদ্ধে থেকে রেজিষ্টার জেনারেল মহোদয় ঢাকা কতৃক অনুমোদিত আবশ্যিক ভাবে নিবন্ধনের জন্য যাহা প্রয়োজন হবেঃ-
১। যথাযথ ভাবে আবেদন ফরম পুরন।
২। ইপি আই কর্মীর প্রত্যয়ন। (অর্থাৎ টিকার কার্ড)
৩। পুর্বে কোথাও নিবন্ধন হয় নাই মর্মে অভিভাবকের প্রত্যয়ন।
৪। ইউ,পি, ট্যাক্স পরিশোধ এবং পিতা ও মাতার জন্ম নিবন্ধন / আইডি কার্ডের
ফটোকপি।
৫। বিলম্বের কারনে সম্বলিত এফিডেফিড।
৬। আবেদন রেজিষ্টার জেনারেলের নিকট পাঠাতে হবে, রেজিষ্টার জেনারেল
যাচাই বাছাই করে,ব্যক্তি শুনানী গ্রহন করে প্রয়োজনীয় দলিলাদী
পরীক্ষামুলক জন্ম তথ্য বিষয়ে নিশ্চিত হলে, জন্ম নিবন্ধন করা বা না করার
জন্য ইউনিয়নকে নির্দেশ দিবেন।
(ঝামেলা এরাতে জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর নির্ভূল জন্মনিবন্ধন করুন। প্রচারে : রঙ্গশ্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টার) বাকেরগঞ্জ, বরিশাল।
অাদেশক্রমে
জনাব, মো: বশির উদ্দিন
চেয়ারম্যান
রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ
বাকেরগঞ্জ, বরিশাল।
বিষয়টা শেয়ার করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS